কী লাভ কেঁদে (গান)

শিরোনাম- কী লাভ কেঁদে
কথা ও সুর- রিচার্ড ফারিনার "Pack up Your Sorrows" অবলম্বনে।
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

রেকর্ডিং


প্রথম প্রকাশ- ২০০৮
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা


কী লাভ কেঁদে, জনে জনে ডেকে দুখ যত শুনিয়ে তোমার?
বিপদে-বিষাদে কেটেছে তোমার দিন, তাতে কী বা যায় আসে কার?

তার চেয়ে পারো যদি বোঝা বেঁধে জাদু সব তুমি মোরে দাও
না রইল তোমার, আমি জানি কী করার সব দুখ মোরে দাও।


কী লাভ পালিয়ে ভবঘুরে বনে, মন ভরা নিয়ে সংশয়?
সাথী বা সহায় কেউ কোনওদিকে মোটে নেই, নেই কোথা কোনও পরিচয়।

তার চেয়ে পারো যদি...

কী লাভ এড়িয়ে এলোমেলো হেঁটে, খুঁজে পরিতৃপ্ত এক মন?
রাজপথ-জনপদ এত আছে ছড়িয়ে, পিছু নিয়ে নেই কোনও জন।

তার চেয়ে পারো যদি...

[১৯৭২]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন