ভোলা যায় সব (গান)

গান- ভোলা যায় সব
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না।
দুরাশার দুরাচারে দাগা খাই বারে বারে,
তবুও সে জুড়ে থাকে হৃদয়ের আয়না।

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না...

এত গাই আমি তবু কখনও সে গায় না
মোর কাছে কোনও কিছু নেই তার বায়না।
যত সে এড়িয়ে চলে, তত যাই কত ছলে
ভুলেও কখনও কেন মোর পানে চায় না?

ভোলা যায় সব কিছু, শুধু ভোলা যায় না
চেয়ে চেয়ে যারে মন কিছুতেই পায় না...


[বি.ই. কলেজ, শিবপুর, ১৯৬০]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন