কুহু কুহু ডাকে (গান)

শিরোনাম- কুহু কুহু ডাকে
কথা ও সুর- একটি জার্মান শিশুসঙ্গীত অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

কুহু, কুহু, ডাকে বনে
কুহু, কুহু, ডাকে বনে।


ফাল্গুনের এই গান
ওই ধরেছে তানে,
শুনে যে চঞ্চল
হল সবার প্রাণ,
কুহু, কুহু, কার বিহনে
কুহু, কুহু, ডাকে বনে।

কুহু, কুহু, ডাকে বনে
কুহু, কুহু, ডাকে বনে।

চল মিলে সবে
যাই কলরবে,
মেলাব সুর আজ
গানের উৎসবে,
কুহু, কুহু, সবার মনে
কুহু, কুহু, ডাকে বনে।

[বাড কনেফ, ১৯৭৯]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন