বৃষ্টিধারার গান (গান)

শিরোনাম- বৃষ্টিধারার গান
কথা ও সুর- পল সাইমনের "Kathy's Song" অবলম্বনে
বাংলা অনুবাদ- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

শুনি যে বৃষ্টিধারার গান
স্মৃতি মোর যেন ঝরে,
কোমল উষ্ণ অবিরাম
দ্বারে মোর আঘাত করে।

মনের আশ্রয়ে বসি মোর
দুচোখের জানালা দিয়ে,
বৃষ্টি হৃদয় যে ধাঁধায়
বরষাঘন পথ পেরিয়ে।

যেন আমি রয়েছি দেশেই
কাছাকাছি তোমার অনুখন,
যবে তুমি আছ ঘুমিয়ে
পাশে শুয়ে আঁকি চুম্বন।

মোর গান হয় না তো লেখা শেষ
কেন লিখি যে ভাবি তাই,
মানি না নিজেই মানে যার
শুধু ছন্দ কথায় সাজাই।

দেখো তো দ্বিধা এ কি আমার
এসেছি এতকাল যা মেনে,
সংস্কারহীন একা আমি আজ
তোমাকেই শুধু সত্য জেনে।

দীর্ঘ পথশ্রান্তিতে দেখি
মৃত্যু যে বৃষ্টি ফোঁটার
আমিও তো এ বৃষ্টি যেমন,
না পেলে প্রেরণা তোমার।

[১৯৭০]


টুকরো কথা
১৯৬৩ সালে পল সাইমন বান্ধবী ক্যাথলিন চিটি-র উদ্দেশ্যে লিখেছিলেন "Kathy's Song". '৬৬ সালে সাইমন-গারফাঙ্কেলের Sounds of Silence অ্যালবামে গানটির প্রথম প্রকাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন