মানবোনা আমি (গান)

শিরোনাম- মানবোনা আমি
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

কখনও বসে ভাবি কেন মোরে
রয় ঘিরে বেড়া নিষেধের,
এ কোরোনা ও কোরোনা দিয়ে বাঁধা মন
আহা পায় না নিজেকেই টের।

মানবোনা আমি মানবোনা এই অবুঝের সংস্কার চাপা পড়া মনটার,
মানবোনা আমি মানবোনা কোনও শাসনের দাবীটুকু তার।


সহজ হতে চেয়ে সহজের পথ ছেড়ে
হলেম জটিল তো ঢের,
যা জানিনি যা বুঝিনি, জানব তা বুঝব তা,
শেষ করে সংশয়ের।

মানবোনা আমি মানবোনা...

পাবোনা কিছুই হয়তো তবু সেই
না পাওয়ার স্বাদ যে সুখের,
চাওয়া দিয়ে দিয়ে ঘেরা শেষ হবে শত পেয়ে
আরও না পাওয়ার অসুখের।

মানবোনা আমি মানবোনা...

[কলকাতা, ১৯৬৯]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন