মনে কি পড়ে (গান)

শিরোনাম- মনে কি পড়ে
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

মনে কি পড়ে কোনও অবসরে
কেটেছিল দিন কত খেলা ভরে

কী ছিল চাওয়ার হয় নি তো চাওয়া
বৃথা বয়ে বেলা গেল।

কখনও দুজনে কী ভেবে মনে
চোখে চোখে থেমে গেছি অকারণে

অজানা সে কোন পুলকে ভেবেছি
এ কী খেলা তুমি খেলো।

এখন একেলা, এ অলসবেলা
পড়ে আছে শুধু মন নিয়ে খেলা

হৃদয়ে তোমার আজও যদি কিছু
বাকি থাকে বলে ফেলো।

কখনও শ্রাবণে, ব্যথা যদি মনে
ঝরে পড়ে ঝরো ঝরো বরিষণে

যত কিছু পাওয়া সব ভুলে তুমি
ভাবনা কোথা কি মেলো?

[১৯৭১]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন