এসেছে শরত (গান)

গান- এসেছে শরত
কথা- অরুণেন্দু দাস
সুর- সাদারল্যান্ড ব্রাদার্স এর "Lying in the Arms of Mary" সুরের ছায়ায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ-২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

শিউলি ফোটার গন্ধে ভরিয়ে
ভোরের ঘাসে শিশির ছড়িয়ে গো,
পেঁজা মেঘে এসেছে শরত বুঝি আজ।    

রোদে সোনার রঙ লাগিয়ে
কাশের বনে ঢেউ জাগিয়ে গো,
হাওয়ায় বয়ে এনেছে আগমনী সাজ।


দশভূজা দূর্গাপূজার
দিন বেশি নেই বাকি আর
দিকে দিকে সেই আয়োজন
ঢাকে তার তুলেছে আওয়াজ।

শিউলি ফোটার গন্ধে ভরিয়ে...

থাকি না যতই কেন দূর
ছুঁয়ে ছুঁয়ে প্রাণে এই সুর
থেকে থেকে উদাসী এ মন
বৃথা করে দেয় যত কাজ।

শিউলি ফোটার গন্ধে ভরিয়ে...

এসেছে শরত বুঝি আজ,
এনেছে আগমনী সাজ...

[১৯৭৬]

টুকরো কথা

সত্তরের দশকের ফোক-রক ব্যান্ড সাদারল্যান্ড ব্রাদারস এর বিখ্যাত সিঙ্গল "Arms of Mary", যেটি তাঁরা রেকর্ড করেন ১৯৭৫ সালে। এই গানের সুরের কাঠামোতেই অরুণদা গানটি লেখেন বলে জানিয়েছেন। কিন্তু এ গান শেষ পর্যন্ত পুরোদস্তুর তাঁর নিজের হয়ে উঠেছে, তাই আমরা 'অনুপ্রেরণা' শব্দটা শুধুই ফর দা রেকর্ড রাখলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন