বেশ তবে যাও (গান)

গান- বেশ তবে যাও
কথা ও সুর-
অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম-
অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা
 

যদি চাও, বেশ তবে যাও 
যাবার আগে এ শুধু জানাও 

এ হৃদয়ে তোমার গাঁথা আছে যতনে অনেক 

দুজনার দিনগুলি এই, হয়ে নানা রঙে অনুলেখ।

জীবনে কখনও যদি দূর,
জুড়ে মন রব কাছে তাও।
যদি চাও, বেশ তবে যাও
যাবার আগে এ শুধু জানাও...


যে কখনও আবার দেখা হবে তখনও রঙিন 

রিমিঝিম বৃষ্টিধারায় বয়ে আনা অতীতের দিন।

বেদনার স্বাদ কী মধুর
কোনও ক্ষোভ রবে না কোথাও।
যদি চাও, বেশ তবে যাও
যাবার আগে এ শুধু জানাও...

যদি চাও...

[১৯৭৮]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন