মেরুন সন্ধ্যালোক (গান)

গান- মেরুন সন্ধ্যালোক
কথা- গৌতম চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল
সুর- গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৭৭
অ্যালবাম- সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
শিল্পী-  মহীনের ঘোড়াগুলি (গৌতম চট্টোপাধ্যায়, সহ শিল্পী- তাপস দাস, তপেশ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায় ও রঞ্জন ঘোষাল, লিড গিটার- গৌতম চট্টোপাধ্যায়)

কথা

দিন চলে যায় সন্ধ্যা বেলায়
বসে একা উদাস হাওয়ায়,
যতো ভাবি সুর বন পথ দূর
সুবাসী বায়ে, মহুয়া-মুকুল।

বেঁকে গেছে পথ গভীর বনে
মাতাল করে বিহন জনে,
ভেসে আসে গান সাঁঝুলি আলোয়
মহুয়া-মেদুর, শিমুলিয়া সুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন