মাগো তোমায় (গান)

গান- মাগো তোমায়
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

মাগো তোমায় যে যাই বলুক, ক্ষ্যাপা নয় খেয়ালহারা,
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।


এই পৃথিবী পেল আমায় তোমার প্রেম আর অনুরাগে,
ভরলে আমার জীবন তুমি ভালোবাসায় সবার আগে।
ছিনিয়ে আমায় তোমার থেকে, কী ভালো চাইল কারা?
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...

যা কিছু মোর সার্থকতা সবই তোমার আশীর্বাদে,
দেখব তোমায় সুখী আমার রয় সে স্বপন সকল সাধে।
সিক্ত আমায় করুক সদাই, তোমার ওই স্নেহের ধারা,
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...


জন্মভূমির চাইতে বড় স্বর্গাদপি গরিয়সী
থাকতে আমি সাধ্য কী মোর সেই মায়ে কেউ মাখায় মসী।
তোমায় যারা করল পাগল, মোরে কি ছাড়বে তারা?
জানি আমি মোর পরিচয় অপূর্ণ রয় তোমায় ছাড়া।

মাগো তোমায় যে যাই বলুক...
[মুর অ্যাভেনিউ, ১৯৮৭]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন