তাই জানাই গানে (গান)

শিরোনাম- তাই জানাই গানে
কথা ও সুর- অরুণেন্দু দাস (জিম ক্রোচি-র "I'll Have to Say I Love You in A Song" এর ছায়ায়)

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৯ [১]
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- অরুণেন্দু দাস

দ্বিতীয় প্রকাশ- ২০০৪ [২]
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

[২] এই কভারে গানটি "জানাতে যত চাই" নামে সঙ্কলিত হয়েছিল।

কথা

জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে
ভালোবাসি তোমায়, তাই জানাই গানে।


কেন এমন যে মনে হয়,
কথা শুধুই কথা আর নয়
যেন উজাড় করে চায় দিতে আজ যা কিছু প্রাণে।
ভালোবাসি তোমায়, তাই জানাই গানে।

জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে...

কিছুতে হয় না বলা আর
শত কথায় যা বলার
বুঝি জানাতে চাই সব যারে মোর, আপনি সে জানে।
ভালোবাসি তোমায়, তাই জানাই গানে।

জানাতে যত যাই কথায়, হারায় ততই মানে...
[১৯৭৫]


টুকরো কথা

গানটি জিম ক্রোচির বিখ্যাত গান "I'll Have to Say I Love You in A Song" -এর ছায়া অনুসারে তৈরি। অরুণ দার কথামত, "গানটার প্রথম দু'লাইনের কথা ও সুর এমন ভাবে দাগ কেটেছিল মনে যে গুন-গুন করে কর্ড দিয়ে গাইতে গাইতে লেখা হয়ে গেল 'ভালবাসি তোমায়, তাই জানাই গানে'। বাকি অংশটুকুর কথা ও সুর আমার বাঙালী মেজাজের সাথে মেলাতে না পেরে নিজের মত করে লিখে নিয়েছিলাম।"

1 টি মন্তব্য: