এই সুরে বহুদূরে (গান)

গান- এই সুরে বহুদূরে
কথা ও সুর- তাপস দাস (বাপি)

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৭৯
অ্যালবাম- দৃশ্যমান মহীনের ঘোড়াগুলি
শিল্পী- মহীনের ঘোড়াগুলি

দ্বিতীয় প্রকাশ- ১৯৯৪
অ্যালবাম- কন্ঠে নিলেম নতুন গান
শিল্পী- কনকর্ড ট্রায়ো


কথা

এই সুরে বহুদূরে চলে যাবো, চলে যাবো-
পথ দেখাবো, পথ দেখাবো
আসলে এসো না এই নতুনপুরে।

আর ভাবনা নেই, আপনাতেই সুর ঝরাবো, সুর ঝরাবো
সব সরাবো সব সরাবো
সবকিছু যা আছে পুরোনোতেই।

ফিরবো না পিছনে
আর অন্ধকারে,
শব্দহীন শব্দের এই আঁধারে।

আর দেরি নয়, দেরি নয়, মন চলে, মন চলে
ছাউনিতলে ছাউনিতলে
যেখানে পাবো ভোরের স্বপ্নজয়।

ফিরবো না পিছনে
আর অন্ধকারে,
শব্দহীন শব্দের এই আঁধারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন