দেখেছ কি কভু (গান)

গান- দেখেছ কি কভু
কথা- অরুণেন্দু দাস
সুর- Ralf McTell এর "Streets of London" অবলম্বনে।

রেকর্ড

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

দেখেছ কি, কভু কোনও পথচলা বৃদ্ধের শূন্য নয়নে নিঃসঙ্গ জীবন?
পৃথিবীর কাছে তার কোনও দাবী নেই আর, সুদূর অতীতে কোথা পড়ে আছে মন।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখেছ কি, কী যাতনা অসহায় তরুণের, জীবনের পথে বৃথা খোঁজা সংস্থান?
শুধু অনুকম্পাতে শুন্য সবল হাতে ক্ষয়ে যেতে থাকা দিনে সঁপে দেওয়া প্রাণ।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখেছ কি কী বেদনা আশাহত তরুণীর, কনে দেখা আলোতে আঁধারে কাটে দিন
ভুলে যাওয়া অভিমানে, মেনে নেওয়া অপমানে, বৃথা বয়ে যাওয়া রাতে বাসনা বিলীন।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

দেখোনি কি কভু কোনও অতি কৃতকার্যতা, সাথে নিয়ে বসে থাকা একাকী হৃদয়?
কত আলো তাকে ঘিরে, শত স্তাবকের ভিড়ে, ভালোবেসে নেই কেহ করে নিতে জয়।

তবে কেমনে বলো তুমি একেলা, তোমারই তরে শুধু আঁধার?
এসো আজ মোর সাথে মহানগরীর পথে, ভেঙে দিতে ভুল কিছু আছে দেখাবার।

[লন্ডন, ১৯৭৪]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন