গানে গানে গল্পে (গান)

গান- গানে গানে গল্পে
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ-২০০৮
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

গানে গানে গল্পে গো
আজ ছাড়ব না আর অল্পে
(আহা) এমনি সুখের স্বাদ,
কিনা ছিল আমার বাদ।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

পথে পথে পান্থ
আজ হলেম আমি ক্লান্ত
(বুঝি) ভাঙল সে খেয়াল,
তোমায় পেলেম চার দেয়াল।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

মেপে মেপে মনকে মোর
দিতেম জনে জনকে
(হল) এখন বেদখল,
তুমি কাড়লে যে সকল।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

জ্ঞানে জ্ঞানে বিজ্ঞ,
আমি ছিলেম অনভিজ্ঞ
(আমার) সকল জানার সার,
ছিল বাকি যে জানার।

তাই গানে গানে গল্পে
আজ ছাড়ব না আর অল্পে...

[লন্ডন, ১৯৭৪]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন