কেন কাঁদি (গান)

গান- কেন কাঁদি
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ২০০৪
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস

কথা

কেন কাঁদি? ভালোবাসি যে কান্নার সুর
যেন ভেসে চলে গান হয়ে বহুদূর।
কেন কাঁদি...

কথা আমার জানি নি তো কারে বলি
শুধু চলি, আপনাকে আপনি ছলি;
থামি হঠাৎ, মুছে যেতে থাকে সময়
আমি কারো নই, কেউ কি আমার নয়?

কেন কাঁদি...

রাখি আমি অচেতনে নিজেকে ঘিরে
আসি ফিরে, ছেড়ে যাওয়া দিনের তীরে;
মেলে দুচোখ দেখা তো হয় না আর
যা যাবার গিয়ে আরও কী রয়েছে আমার?

কেন কাঁদি...
[১৯৭০]

1 টি মন্তব্য: