কত কী করার আছে বাকি (গান)

গান- কত কী করার আছে বাকি
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- বনি

দ্বিতীয় প্রকাশ- ২০০০
ছায়াছবি- কিছু সংলাপ কিছু প্রলাপ
শিল্পী- গৌতম চট্টোপাধ্যায়

কথা
কত কী করার আছে বাকি
বেলা বয়ে যায়
কী করে এভাবে আমি থাকি

ভেবে ভেবে সারাদিন কাটে
বলো কী উপায়,
তোমারও কি এরকম ঘটে?

ঠিক কী যে চাই, খুঁজে বেড়াই
কূল কিনারা ভেবে না পাই

কী করি বলো না,
হা-হুতাশ গেল না!

সব ছেড়ে ছুড়ে বহুদূরে
সরে যাই তবে,
আর কী বা হবে?

কিছু তো হল না এ জীবনে
বৃথা কালক্ষয়
তোমারও কি এমন হয় মনে?

নিঃসঙ্গতা ঘিরে আসে
কঠিন এ সময়
তোমারও কি কেউ নেই পাশে?

ঠিক কী যে চাই খুঁজে বেড়াই...

কত কী করার আছে বাকি

টুকরো কথা

অশোক বিশ্বনাথন পরিচালিত কিছু সংলাপ কিছু প্রলাপ ছবিতে গানটি গেয়েছিলেন গৌতম। ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন তিনি। নীচের লিঙ্কে গানটি শোনা যাবে।

২টি মন্তব্য: