দক্ষিণ খোলা জানলা (গান)

গান- দক্ষিণ খোলা জানলা
কথা ও সুর- দেবজ্যোতি মিশ্র

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- ঋতিকা সাহানি, দেবজ্যোতি মিশ্র

কথা

আমার দক্ষিণ খোলা জানলা
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান খুব পুরোনো মনে পড়ে যায়,
এক দমকা হাওয়ায়।

মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলা
না শোনা গান খুব পুরোনো মনে পড়ে যায়,
এক দমকা হাওয়ায়।

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জাগায় আমার হৃদয় ভালোবাসার

খোলা জানলায়
উদার বন্ধু বাতাস
জড়ায় আমায় মায়ায় ভালো লাগার

আমার উত্তর খোলা জানলায়
বাড়ে বয়স
যা কিছু স্মৃতি সত্তা কাঁপে দারুণ
বাড়ে বয়স

তাই দক্ষিণ খোলা জানলায়
মাঘের এই অন্তরঙ্গ দুপুরবেলায়
না শোনা গান খুব পুরোনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়।

মাঘের এই একান্ত দুপুরবেলায়
যা কিছু ছিল পুরোনো মনে পড়ে যায়
এক দমকা হাওয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন