তাকে যত তাড়াই দূরে (গান)

গান- তাকে যত তাড়াই দূরে
কথা ও সুর-  তাপস দাস, দীপঙ্কর চক্রবর্তী

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৯
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- তাপস দাস

দ্বিতীয় প্রকাশ- ২০১৫
অ্যালবাম- অন্য বসন্ত
শিল্পী- লগণজিতা চক্রবর্তী ও দিব্যেন্দু মুখোপাধ্যায়


কথা

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে,
থাকি আমি ভয়েই দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোনও সুরে।

আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়,
ছায়ার মত আমার ছায়ায়।

ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন।

সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী,
আবেগ সবই তার তো ফাঁকি।

এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল, বিছানায় সে ফিরবে পাশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন