ক্রিকেট (গান)

গান- ক্রিকেট
কথা ও সুর- প্রিয় চট্টোপাধ্যায়, অর্ণব চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৯
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- অর্ণব চট্টোপাধ্যায়

কথা
কেউবা বোলার, কেউ ফিল্ডার
উইকেট কিপার, কেউ অলরাউন্ডার
জীবনের খেলা যে সীমিত ওভারে
তুমি আমি ব্যাটসম্যান, সকলে প্লেয়ার।

জীবনের মাঠ বড় অসমান
হঠাৎ গড়ানো বল লাফাবে
সাবধানে ফিল্ড করো ফিল্ডসম্যান
কখন যে নাক-মুখ ফাটাবে।

সময়ের পিচও বড় অসমান
হেলমেট গার্ড করে করো ব্যাট
সাবধানে ব্যাট করো ব্যাটসম্যান
দেখে শুনে ব্যাকফুটে মারো কাট।

কেউবা বোলার, কেউ ফিল্ডার...

উইকেট ঘিরে আছে ফিল্ডারস
তুলেছ কি ক্যাচ তুমি মরেছ
দেখে শুনে গুগলিকে সামলাও
ফ্লাইট বুঝে খেলো নয় ঠকেছ

লেংথ বুঝে বল করো ও বোলার
লুজ বল দিলে মার খেয়েছ
ঠিক করে ফিল্ড করো ফিল্ডার
ফেলেছ কি ক্যাচ ম্যাচ হেরেছ।

কেউবা বোলার, কেউ ফিল্ডার...

অনার ঝুলি সে তো স্কোরবোর্ড
তুলে নাও কত রান কুড়াবে
যত পারো মারো ফোর-সিক্সার
একদিন শেষ বল ফুরাবে

হারজিত বলে দেবে স্কোরবোর্ড
সবশেষে নিজেকেও হারাবে
শুন্য বা সেঞ্চুরি যাই হোক
প্যাভিলিয়নে পা বাড়াবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন