পাখিদের সুরে গান (গান)

গান- পাখিদের সুরে গান
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৯
অ্যালবাম- ক্ষ্যাপার গান
শিল্পী- ক্রস উইন্ডস


কথা
চাঁদ ডুবে যায়, পাখির গানে হয় দিন শুরু
তবুও কাঁপে বুক দুরুদুরু, এ সকাল কে চায়?
বেলাশেষে রাত ক'বে হেসে বিদায়

শ্রান্ত তখন, ছকে বাঁধা দিন কাটে যখন
একঘেয়েমিতে ক্লান্ত মন, এ যে বিষম দায়
স্রোতে গা ভাসাই, জানি লোক হাসাই, হায়!

কেন দশটা আর পাঁচটার এ জাঁতাকলে পড়ে সকলে
বেসামাল আমরা সবাই?
চেনা ছোট খোপ, চেনা ঘেরাটোপ ছেড়ে বেরিয়ে, এড়িয়ে
দূরে বহুদূরে যেতে চাই!
জানি না তাই শেষ কোথায়...

কেউ যদি চাই পাখিদের মত দিন যাপন,
করে নিতে পারি আজ আপন, পাখিদের সুরে গাই
তবে ছোট ছোট আশা, ছোট ভালোবাসা পাই।

হোক তবে তাই, গ্লানি নয় আর স্বপ্নহীন
জীবনে যা আছে তা হোক রঙিন, যদি আমরাই
সাদামাটা এই ছন্দে থেকেও পারি তাই

কেন দশটা আর পাঁচটার এ জাঁতাকলে পড়ে সকলে
বেসামাল আমরা সবাই?
চেনা রাস্তায় ওই পাখিদের মত দিনযাপন, করে আজ আপন
পাখিদের সুরে সুরে গাই
এভাবে তাই পালটিয়ে পাই...

টুকরো কথা
গৌতম চট্টোপাধ্যায়ের লেখা সর্বশেষ গান খুব সম্ভবত এইটাই। একটি অনুষ্ঠানে গড়ের মাঠ-এর সুব্রত ঘোষ এমনটাই বলেন।

1 টি মন্তব্য: