এ কী কথা শুনি হায় (গান)

গান- এ কী কথা শুনি হায়
কথা ও সুর- তাপস দাস, গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- লক্ষীছাড়া

কথা

বোঝো কি না বোঝো, সে কথা বড় নয়
মন খুলে আর প্রাণ ভরে হাসি হাসতে হয়।
কে কী ভাববে, মনে করবে তা করলে ভয়,
নতুন কিছু কী করে করবে জয়?

শুনতে চাও বা না চাও, তাতে কি এসে যায়
এই গানের সুর দূরে বহুদূরে ভেসে যায়
এ সুর বন্ধ করার চেষ্টা কেন হায়,
নতুন কিছু কী করে করবে জয়?

এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!

ঠিক না বেঠিক, সত্যি মিথ্যে তা জানি না
ধরাবাঁধা ছকে নিয়মটা মানি না
দেখো তুমি আসতে পারো কি, পারো না
নতুন কিছু কী করে করবে জয়?

শুনতে চাও বা না চাও, তাতে কি এসে যায়
এই গানের সুর দূরে বহুদূরে ভেসে যায়
এ সুর বন্ধ করার চেষ্টা কেন হায়,
নতুন কিছু কী করে করবে জয়?

এ কী কথা শুনি হায়,
জাত কুল মান সব যায়,
গেল গেল গেল, হায় হায়,
সব বুঝি রসাতলে যায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন