টেলিফোন (গান)

গান- টেলিফোন
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৭
অ্যালবাম- মায়া
শিল্পী- গৌতম চট্টোপাধ্যায়

দ্বিতীয় প্রকাশ- ২০০২
ছায়াছবি- নীল নির্জনে
শিল্পী- ক্যাকটাস

কথা
আশায় আশায় বসে আছি
ওরে আমার মন
কখন তোমার আসবে টেলিফোন।

কালা যখন তখন করো ডায়াল
বুঝি না ছাই তোমার খেয়াল
তোমার আমায় এই যে দেয়াল
ভাঙবে রে তখন,
তখন ভাবি আসবে টেলিফোন।

তোমার সঙ্গে দেখতে পেলে
পাড়া পড়শি মন্দ বলে
তারচেয়ে রাত্রিবেলা সবাই যখন
ঘুমে অচেতন,
তখন ভাবি আসবে টেলিফোন।

তারচেয়ে ভালো তোমার টেলিফোন।

তোমার সামনে থাকলে আমি
কি হয় জানেন অন্তর্যামী
দুরুদুরু বক্ষ জাগে
চিত্তে উচাটন,
তারচেয়ে ভালো তোমার টেলিফোন।

ক্রিং ক্রিং ক্রিং ক্রিং মধুর ধ্বনি
শুনি তোমার আগমনী
তাতে ধন্য হয় যে রাধারানী
ধন্য এ জীবন,
সবচেয়ে ভালো তোমার টেলিফোন।

টুকরো কথা


[১]'টেলিফোন' আর 'পৃথিবীটা নাকি ছোট হতে হতে' খুব সম্ভবত গৌতম চট্টোপাধ্যায়ের সবচাইতে বিখ্যাত দুটো গান। বাউল-জ্যাজ নিয়ে করা গৌতমের কাজের সোনালি ফসল বলা চলে এই গানকে। এই কাল্ট গানের একটা লাইন অনুসারে ২০১৪ সালে একটি বাংলা ছবির নাম দেওয়া হয়েছিল কখন তোমার আসবে টেলিফোন। অভিনয় করেন অর্জুন চক্রবর্তী।

[২] দ্বিতীয় ভার্সে 'কালা যখন তখন করো ডায়াল' লাইনে 'কালা' শব্দটা ব্যবহার কেন করেছিলেন গৌতম? সে কি টেলিফোনকে একালের কৃষ্ণের বাঁশির বদলি হিসেবে বোঝানোর জন্য? নাকি সেকালের অল-ব্ল্যাক রোটারি টেলিফোন যন্ত্রের উপস্থিতি বোঝানোর জন্য? শালগ্রাম শিলার মতই যার উপস্থিতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন