কে কে যাবি রে (গান)

গান- কে কে যাবি রে
কথা- অরুণেন্দু দাস
সুর- একটি নাইজিরিয়ান লোকসুর অনুসারে

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র

কথা

পেরিয়ে মাঠের সীমানা ওই মেলা বসেছে,
চরকি ঘোরে, পাঁপড় ভাজায়
মাতালিয়া ঢোলকে মনকে মাতায়।
তোরা কে কে যাবি রে,
কে কে যাবি রে,
কে কে যাবি রে তোরা আয়।

পয়সা যদি নেই পকেটে ভাবনা কী আছে?
কিনতে মানা, চড়তে মানায়
ভিড়ে মেশা আনন্দের কি আসে যায়?
তোরা কে কে যাবি রে,
কে কে যাবি রে,
কে কে যাবি রে তোরা আয়।

একরঙা এই জীবন ছেড়ে একটু পালানোর
তার বেশি হায়, কেই বা কী চায়
বেচা-কেনার হিসেবে খুশির খেলায়।
মোরা সবাই যাব রে,
সবাই যাব রে,
সবাই যাব যেরে মেলায়।

তোরা কে কে যাবি রে,
কে কে যাবি রে,
কে কে যাবি রে তোরা আয়।

মোরা সবাই যাব রে,
সবাই যাব রে,
সবাই যাব যেরে মেলায়।

[শিবপুর, ১৯৬০]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন