ঝরা সময়ের গান (অ্যালবাম)

ঝরা সময়ের গান 
 ("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত")

শিল্পী- বিভিন্ন
প্রথম প্রকাশ- ১৯৯৬
ফরম্যাট- ক্যাসেট 
ট্র্যাক সংখ্যা-
দৈর্ঘ- ৪০ মিনিট ৩৪ সেকেন্ড
লেবেল- আশা অডিও

অ্যালবাম কভার


ফ্রন্ট কভার


ইনলে কার্ড


ট্র্যাক লিস্ট
(সুব্রত ঘোষ, বনি । কথা ও সুর- জয়জিৎ লাহিড়ি, সুব্রত ঘোষ)
(বনি। কথা- তাপস দাস, সুর- গৌতম চট্টোপাধ্যায়)
০৩. গান-মালা
(ক) কীসের এত তাড়া
(ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র। কথা ও সুর- অরুণেন্দু দাস)
(খ) গাইব শুধু গান
(সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)
(গ) কে কে যাবি রে
(সুব্রত ঘোষ, বনি, ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র । কথা ও সুর- অরুণেন্দু দাস)
(ঘ) বিনীতা কেমন আছ?
(নীল মুখোপাধ্যায় । কথা ও সুর- মহীনের ঘোড়াগুলি)
(সুব্রত ঘোষ, বনি, নীল মুখোপাধ্যায় । কথা ও সুর- অরুণেন্দু দাস)
(ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)
০৬. ময়মনসিংহ গীতিকা
(অনুপ বিশ্বাস, বাদল সরকার । কথা- প্রচলিত, সুর- গৌতম চট্টোপাধ্যায়) 
(সুব্রত ঘোষ । কথা ও সুর- জয়জিৎ লাহিড়ি, সুব্রত ঘোষ)
(গৌতম চট্টোপাধ্যায় । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)

ক্রেডিট

সুর বিন্যাস- নীল মুখোপাধ্যায়

নীল- কন্ঠ, গিটার, কিবোর্ড, ব্যাঞ্জো, ব্লুজ হার্প
সুব্রত- কন্ঠ, গিটার
বনি- কন্ঠ, থুমবা, গুইরো, শেকার, কুইকা, বারিম্বা
ডোয়াইট- বেস গিটার
ঋতুপর্ণা, চন্দ্রিমা, অনুপ, বাদল- কন্ঠ

শব্দযন্ত্রী- দেবজিৎ বিশ্বাস
সমন্বয়ে- জয়জিৎ ঘোষ ও মহীনের ঘোড়াগুলি
রেকর্ডিং স্টুডিও- প্রেস্তো
প্রচ্ছদ ও অলঙ্করণ- হিরণ মিত্র


বুকলেট



সম্পূর্ণ বুকলেটটি ডাউনলোড করুন এখানে:

ফাইল সাইজ: ৫.২৫ এম বি

1 টি মন্তব্য:

  1. ‘ঝরা সময়ের গান’ নিশ্চিত বাংলা ভাষার অন্যতম সেরা গানগুলোর কম্বিনেশন। আমার জন্ম একুশ শতকে, যদিও অর্থপূর্ণ এসব গানের সময়কালটা আমরা উপভোগ করার সুযোগ পায়নি তবুও সংস্কৃতিতে অম্লান হয়ে থাকবে, আমাদের মাঝে থাকুক যুগ যুগ ধরে। লিরিকগুলো একসাথে পেয়ে ভালো লাগল। ❤️

    উত্তরমুছুন