সংবিগ্ন পাখিকূল (গান)

গান- সংবিগ্ন পাখিকূল
কথা- রঞ্জন ঘোষাল
সুর- গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৭৭ [১]
অ্যালবাম- সংবিগ্ন পাখিকূল ও কলকাতা বিষয়ক
শিল্পী-  মহীনের ঘোড়াগুলি (তপেশ বন্দ্যোপাধ্যায়, হারমনি- তাপস দাস, গিটার- গৌতম ও প্রদীপ চট্টোপাধ্যায়)

দ্বিতীয় প্রকাশ- ১৯৯৬ [২]
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- বনি


কথা

রানওয়ে জুড়ে পড়ে আছে শুধু কেউ নেই শূন্যতা
আকাশে তখন থমকিয়ে আছে মেঘ
বেদনাবিধুর রাডারের অলসতা-
কিঞ্চিৎ সুখী পাখীদের সংবেগ।

এমন বিশাল বন্দরে বহুকাল
থামেনি আকাশবিহারী বিমান যান
এখানে ওখানে আগাছার জঞ্জাল
শূন্য ডাঙায় বায়ু বীতগতিবেগ।

এমন ছবিতে কিশোরী মানায় ভালো
ফ্রকে মুখগুঁজে কাঁদে চুল এলোমেলো...

চারণ দেখেছে এই ছবিখানি তাই
হৃদয়ে জমেছে শূন্যতা উড়ু মেঘ
চারণ ভোলেনা এই ছবিখানি তাই
বড় মায়া লাগে বড় তার উদ্বেগ।

আকাশে তখন ঝড় এসে যাবে বলে
থমকিয়ে আছে মেঘ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন