মানুষ চেনা দায় (গান)

গান- মানুষ চেনা দায়
কথা- জয়জিৎ লাহিড়ী
সুর- সুব্রত ঘোষ


রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- সুব্রত ঘোষ

কথা

বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয়,
চিনতে লাগে ভয়
বলি তাই মানুষ চেনা দায়,
(ভাইরে) বলি তাই মানুষ চেনা দায়।

হাত বাড়ালেই বন্ধু পাওয়া যায় না
বাড়ালে হাত বন্ধু সবাই হয় না
পেরিয়ে অনেক পথ
নিলাম এ শপথ
আমি নয় শত্রু হব তাই,
(ভাইরে) আমি নয় শত্রু হব তাই।

হাসলে পরে রসিক সবাই হয় কি?
কান্না এলেই কাঁদতে পারা যায় কি?
হাসির নিচে কান্না,
অনেক হল আর না!
মন খুলে হেসেই যাব তাই,
(ভাইরে) মন খুলে হেসেই যাব তাই

1 টি মন্তব্য: