যাস কোথা তুই (গান)

শিরোনাম- যাস কোথা তুই
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৬ [১]
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র

[১] এই কভারে গানটি "কীসের এত তাড়া" নামে সঙ্কলিত হয়।

দ্বিতীয় প্রকাশ- ২০০৪ [২]
অ্যালবাম- অরুণদার গান
শিল্পী- অরুণেন্দু দাস


কথা

যাস কোথা তুই, কীসের এত তাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া...
ওরে হেঁই!

যাস কোথা তুই...

চৈত্রবেলার কৃষ্ণচূড়া ফুল
ফাগুন খেলায় মেতেছে আকুল,
মাতাল কোকিল বসন্ত কুহুতানে
পাগল হাওয়ায় কোন সে দোলা আনে
প্রাণে কি তোর পাস না কিছুর সাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া... ওরে হেঁই!

যাস কোথা তুই...

কোমল হাতের কাঁকন রিনিঝিন
সুরের আবেশ জাগায় সে রঙিন,
দুটি চোখের মদির ছোঁয়া তার
বাকি কিছুই রাখল না চাওয়ার
সময় এমন কেমনে যায় ছাড়া?
কেন নিস না কানে বলছি একটু দাঁড়া... ওরে হেঁই!

যাস কোথা তুই.. 

[১৯৭৫]

টুকরো কথা
১৯৯৬ ও ২০০৪ ভার্সানের কথায় সামান্য পার্থক্য রয়েছে। কী কী, তা নীচে দেখানো হল:

১৯৯৬ [১]
২০০৪ [২]
"ফাগুন খেলায় মেতেছে আকুল""আগুন খেলায় মেতেছে আকুল"
"সুরের আবেশ জাগায় সে রঙিন""সুখের আবেশ জাগায় সে রঙিন"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন