সারা রাত (গান)

গান- সারা রাত
কথা ও সুর- অরুণেন্দু দাস

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- সুব্রত ঘোষ, বনি, নীল মুখোপাধ্যায়


কথা

সারা রাত আমি হই শুধু আমার
নির্ঘুম নির্জনতায় বাড়ে আঁধার।

কাটে না, কাটে না, যে সময়
অস্থির ভাবনারা ঘিরে রয়
অনুভব শুধু এক ব্যথাভার
নির্ঘুম, নির্জনতায় বাড়ে আঁধার।

সারা রাত আমি হই শুধু আমার,
নির্ঘুম, নির্জনতায় বাড়ে আঁধার।

পারে না, পারে না, কেন মন
বেছে নিতে সুখের স্বপন
আসে না, সে তো আর যে আসার
নির্ঘুম, নির্জনতায় বাড়ে আঁধার।

জানি না, জানি না, কেন হায়
কেড়ে নিতে যা কিছু মন চায়,
কিছু দিতে কি নেই ভালোবাসার?
নির্ঘুম, নির্জনতায় বাড়ে আঁধার।

সারা রাত আমি হই শুধু আমার,
নির্ঘুম, নির্জনতায় বাড়ে আঁধার।

[লন্ডন, ১৯৭০]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন