বিনীতা কেমন আছ? (গান)

গান- বিনীতা কেমন আছ?
কথা ও সুর- মহীনের ঘোড়াগুলি
(কথা- রঞ্জন ঘোষাল, সুর-বিশ্বনাথ চট্টোপাধ্যায় ও প্রদীপ চট্টোপাধ্যায়)

রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- নীল মুখোপাধ্যায়


কথা

কালকে রাত্রি পোহালে
দইয়ের ফোঁটা কপালে
ফাউন্টেন পেন সামলে রাখি
মরি অ্যাডমিট কার্ড হারালে

বিনীতা, কেমন আছো? বিপদ আমার
পরশু বি এ পার্ট টু, কি জানি কী লিখব খাতায়।

শ্রোতাদের মুখোমুখি
কেঁপে উঠি অজানা ভয়ে
মাথাগুলো সারিসারি
যেন সর্ষের ফুল শ'য়ে শ'য়ে

বিন্তু কেমন আছো? বিপদ আমার
পরশু বি এ পার্ট টু, কি জানি কী লিখব খাতায়।

টুকরো কথা

১৯৭৭ সালে যোগেশ মাইম অ্যাকাডেমিতে মহীনের কনসার্টের আগে ছোট ভাই বিশ্বনাথ ওরফে বিশুর কাছ থেকে গাওয়ার জন্য নতুন গান চান গৌতম। এদিকে সে সময়েই বিশ্বনাথের পরীক্ষা চলছে। উপায়ন্তর না দেখে তিনি শরণাপন্ন হন রঞ্জন ঘোষালের। রঞ্জনের লিখে দেওয়া কথা এক রাতের মধ্যে সুরে বেঁধে তৈরি হয় 'বিনীতা'। যা পরের দিন হারমোনিকা সহযোগে পারফর্ম ও করেন বিশ্বনাথ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন