অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (অ্যালবাম)

অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব

শিল্পী- মহীনের ঘোড়াগুলি
প্রথম প্রকাশ- ২১ অগাস্ট, ১৯৭৮
ফরম্যাট- স্ট্যান্ডার্ড প্লে ৪৫ আর. পি. এম. রেকর্ড
ট্র্যাক সংখ্যা-
দৈর্ঘ- মিনিট ২৫ সেকেন্ড
লেবেল- হিন্দুস্তান রেকর্ডস

অ্যালবাম কভার


কভারে যা লেখা ছিল:

"সাংসারিক আলাপ, খাতির, আপনার ডাংগুলি লাঞ্ছিত ছেলেবেলা,
ড্রেনমগ্ন শব যার পিঠে সতেজ উদ্ভিদের মতো ফুটে রয়েছে অমোঘ
একটি ছুরি ও আকাশচারী কেরানীকুলের গানসহ আমরা আপনার
সাথে নিবিড় হবো ও অনন্ত একাকীত্ব থেকে আপনাকে উদ্ধার করে
আনবো । ফলত আমরা নিজেরা, বেয়াল্লিশ ফুট উঁচু ঝুলবারান্দা
থেকে নীচে কেৎরে পড়ে যাবো, চুরমার হয়ে যাবো এবং ঐ-ক্ষনাৎ
ভায়োলিন, বাঁশি, গীটার ও গুবগুবির ভাঙ্গা টুকরোগুলো কুড়িয়ে
নিতে নিতে আপনার হাত কেঁপে উঠবে, হাঁটু দুমড়ে যাবে"



ট্র্যাক লিস্ট
 
(প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তপেশ বন্দ্যোপাধ্যায়। কথা- রঞ্জন ঘোষাল, সুর- প্রদীপ চট্টোপাধ্যায়)
(তপেশ বন্দ্যোপাধ্যায়, তাপস দাস, রঞ্জন ঘোষাল। কথা- রঞ্জন ঘোষাল, সুর- গৌতম চট্টোপাধ্যায়)

ক্রেডিট 

অজ্ঞাত

মহীনের ঘোড়াগুলি
গৌতম চট্টোপাধ্যায় (মাণিক)- কন্ঠ, কথা, লিড গিটার, স্যাক্সোফোন
প্রদীপ চট্টোপাধ্যায় (বুলা)- কন্ঠ, বেস গিটার
তাপস দাস (বাপি)- কন্ঠ, কথা, গিটার
রঞ্জন ঘোষাল- কথা, মিডিয়া সম্পর্ক
আব্রাহাম মজুমদার- পিয়ানো, ভায়োলিন, ভায়োলা
বিশ্বনাথ চট্টোপাধ্যায় (বিশু)- ড্রামস, বেস ভায়োলিন, গিটার
রাজা বন্দ্যোপাধ্যায়- গিটার (১৯৭৮-৮১)
তপেশ বন্দ্যোপাধ্যায় (ভানু)- কন্ঠ, গিটার (১৯৭৫-৭৮)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন