অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব (গান)

গান- অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
কথা- রঞ্জন ঘোষাল
সুর- প্রদীপ চট্টোপাধ্যায়


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৭৮
অ্যালবাম- অজানা উড়ন্ত বস্তু বা অ-উ-ব
শিল্পী-  মহীনের ঘোড়াগুলি (প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, তপেশ বন্দ্যোপাধ্যায়)

প্রথম প্রকাশ- ১৯৮৫
অ্যালবাম- আমরা গান গাই যে সুরে

শিল্পী- নগর ফিলোমেল (সৌগত বন্দ্যোপাধ্যায়, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়)


কথা

আধো-আলো-আঁধারের কোনও এক নগরের
মেস ঘরে থাকি চারজন
ট্রাম লরি টেম্পোরা শব্দের আলপনা
দিয়ে ঘিরে রাখে সারাখ'ন।


রাত কিবা কিবা দিন ঘেমো ঘরে আলোহীন
ভৌতিক কেরানিরা রই
আবছায়ে নড়িচড়ি থুতনিতে রুখু দাড়ি
এই কোলাহলে নিরজন।

অজানা ইথার শরীর শুধুই দেওয়াল জুড়ে
কাটে সারাদিন সময়ের কঠিন করাত
নিশাচর ইঁদুরেরা ছিঁড়ে চলে দিনভরা

রোদহীন ছায়ার বনাত।

তবু সব শনিবারে তারা সব আসে ফিরে
ছাতে উঠে যায় চারজন
টিভির অ্যান্টেনা যেন বা মাছের কাঁটা
বেড়ালের তরে আয়োজন।

শহর আলোয় উজল
ধোঁয়াশায় আকাশ পিছল
ছাদে এসে নামে ভিনগ্রহি ফ্লাইং সসার।

জেনো সব কেরানিরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যত অফিসার।

জেনো সব কেরানিরা
এইভাবে ঘোরে তারা
পড়ে থাকে যত...

টুকরো কথা

অঞ্জন দত্ত-র গান "হরিপদ"-র সাথে কিছু কি মিল পাচ্ছেন? ওখানে এবং এখানে, দুইজায়গাতেই মেসবাড়ি, কেরানিজীবন, টিভি অ্যান্টেনা, ছাদ আর ভিনগ্রহ থেকে আসা এলিয়েন। শুনলেই বোঝা যায়, শেষ সত্তরের মহীনের নব্বই সংস্করণ বানিয়েছেন অঞ্জন ওই গানে। অবশ্যি অঞ্জনের হরিপদ এলিয়েনদের সাথে ভিনগ্রহেই পাড়ি জমায়। সস্তা কেরানিযাপনকে, যাকে বলে দু লাথ মেরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন