গঙ্গা (গান)

গান- গঙ্গা
কথা- অরুণেন্দু দাস
সুর- পুসিক্যাটস এর "Mississippi" গানের ছায়ায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র, পরমা মুখোপাধ্যায়, প্রবীর দাস


কথা

ভেবেছিলাম এগিয়েছি যে অনেক
বয়ে বাসনা মোর একের পরে এক
মনে হঠাৎ যেন আজ হল খেয়াল
কেটেছে কাল,
ভেসে শুধুই আমার স্রোতের দোলায়।

ও গঙ্গা,
তুমি চলেছ ঢেউয়ে ঢেউয়ে কোথায়?
কখনও জোয়ারে আর কখনও ভাঁটায়
জানি রয়েছ দু তীরে বাঁধা হায়।


ভাবি এখন ছিল কোথায় যে যাওয়ার
মনে আশার তরী শুধুই কি বাওয়ার?
বুঝি নিশানা তার সুদূর দিগন্তেই,
আছে কি নেই
কোন সুখের হদিস কি জানি কোথায়।

ও গঙ্গা…

মোর গিটারে তাই সহজ হলো সুর
মনে চাইনা যেতে আর তো বহু দূর
আছি যেথায় বাঁধা সেথায় যেন দেশ,
জেনেছি বেশ
তাই ভালোবাসা আর কে বেশি পায়?

ও গঙ্গা…


[১৯৭৭]


টুকরো কথা 

(১) আবার বছর কুড়ি পরে  অ্যালবামের সাথে দেওয়া মিনিবইতে দীপঙ্কর চক্রবর্তী লেখেন "যেখানেই যান না কেন, এ গান সেখানেই সত্যি। সেইখানেও বয়ে চলে গঙ্গা, জোয়ারে-ভাঁটায়, বনমাঝে বা মনমাঝে। এই সত্যিকে তিনসত্যি করে তুলেছে এই কন্যারা। আর তাতে চতুর্থ মাত্রা দিয়েছেন প্রবীর দাশ, হারমোনিকার দোলায়, ঢেউয়ে ঢেউয়ে।"

(২) টোনি, বেটি ও মেরিয়ান: এই তিন বোনের ব্যান্ড পুসিক্যাটস ১৯৭৫ সালে রেকর্ড করে তাঁদের বিখ্যাত সিঙ্গল "Mississippi". বারবারা ফেয়ারচাইল্ড পরে কান্ট্রি স্ট্যান্ডার্ড হিসেবে জনপ্রিয় এই গানের একটি কভার করেছিলেন '৭৯ এ। অরুণ দার গানে এই মিসিসিপি নদীই হয়েছে গঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন