আবার বছর কুড়ি পরে (অ্যালবাম)

  আবার বছর কুড়ি পরে
 ("মহীনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান")

শিল্পী- বিভিন্ন
প্রথম প্রকাশ- ১৯৯৫
ফরম্যাট- ক্যাসেট
ট্র্যাক সংখ্যা- ৮
দৈর্ঘ- ৪০ মিনিট ৫৮ সেকেন্ড
লেবেল- এ. মুখার্জি অ্যান্ড কোম্পানি/ আশা অডিও

অ্যালবাম কভার

ফ্রন্ট কভার

ব্যাক কভার


ট্র্যাক লিস্ট
(লক্ষীছাড়া । কথা- তাপস দাস, সুর- গৌতম চট্টোপাধ্যায়)
(গড়ের মাঠ । কথা ও সুর- জয়জিৎ লাহিড়ি, সুব্রত ঘোষ)
০৩. কথা দিয়া বন্ধু
(অনুপ বিশ্বাস, বাদল সরকার । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়) 
(অন্তরা চৌধুরী । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)
  ০৫. গঙ্গা
(ঋতুপর্ণা দাস, চন্দ্রিমা মিত্র, পরমা মিত্র, প্রবীর দাস । কথা ও সুর- অরুণেন্দু দাস)
  ০৬. আমি ডান দিকে রই
(সুরজিৎ চট্টোপাধ্যায় । কথা ও সুর- সুরজিৎ চট্টোপাধ্যায়)
(দিব্য মুখোপাধ্যায় । কথা ও সুর- দিব্য মুখোপাধ্যায়)
০৮. পৃথিবীটা নাকি ছোট হতে হতে
(ক্রস উইন্ডস । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায়)


ক্রেডিট

শব্দযন্ত্রী- দেবজিৎ বিশ্বাস
রেকর্ডিং স্টুডিও- প্রেস্তো
সমন্বয়ে- তুষার হালদার, তাপস দাস ও মহীনের ঘোড়াগুলি
মুখ্য সম্পাদক- গৌতম চট্টোপাধ্যায়
 প্রচ্ছদ- হিরণ মিত্র


                        
'মহীনের ঘোড়াগুলি সম্পাদিত গান' পর্বের শেষ অ্যালবাম ১৯৯৯ সালে ক্ষ্যাপার গান। সে বছরই আশা অডিও আবার বছর কুড়ি পরে- বেস্ট অফ মহীনের ঘোড়াগুলি নামে একটি এক্সটেন্ডেড প্লে সিডি প্রকাশ করেন। যাতে মূল আবার বছর কুড়ি পরে অ্যালবামের আটটি গান ছাড়াও ক্ষ্যাপার গান অ্যালবাম থেকে নিম্নলিখিত সাতটি গানও অন্তর্ভূক্ত হয়:

০৯. শোন সুধীজন
(ক্রস উইন্ডস । কথা ও সুর- মহীনের ঘোড়াগুলি)
১০. ঘরে ফেরার গান
(চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায়, সুদীপ চট্টোপাধ্যায়)
১১. ক্রিকেট
(অর্ণব চট্টোপাধ্যায় । কথা ও সুর- প্রিয় চট্টোপাধ্যায়, অর্ণব চট্টোপাধ্যায়)
১২. তাকে যত তাড়াই দূরে
(তাপস দাস । কথা ও সুর- তাপস দাস, দীপঙ্কর চক্রবর্তী)
১৩. সবাই তো ইনসান
(অনুপ বিশ্বাস, বাদল সরকার । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়, তাপস দাস)
১৪. সাততলা বাড়ি
(প্রদীপ চট্টোপাধ্যায় । কথা ও সুর- কমল চক্রবর্তী, প্রদীপ চট্টোপাধ্যায়)
১৫. পাখিদের সুরে গান
(ক্রস উইন্ডস । কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়)


বুকলেট






সম্পূর্ণ বুকলেটটি ডাউনলোড করুন এখানে:

ফাইল সাইজ: ৬.৪৭ এম বি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন