এলো কি এ অসময় (গান)

গান- এলো কি এ অসময়
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- অন্তরা চৌধুরী

কথা

এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়
ফিরে আর পাবো কি কখনও
তুমি আছো তবু সংশয়
গেয়ে গান যাব যে তখনও
এলোমেলো হাওয়া কেন বয়,
আকাশে চাঁদ জেগে রয়
তবু বলো বলো বলো কেন এমনও হয়?
মনে শুধু জাগে ভয়।

এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়।

কথা যা সে আছে লুকানো
এ জীবন শুধু বিস্ময়
এভাবে নিজেকে ভোলানো
জানি ভালো থাকা এ তো নয়,
আকাশে চাঁদ জেগে রয়
তবু বলো বলো বলো কেন এমনও হয়?
মনে শুধু জাগে ভয়।

এলো কি এ অসময়
মনে শুধু জাগে ভয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন