পড়াশোনায় জলাঞ্জলি (গান)

গান- পড়াশোনায় জলাঞ্জলি
কথা ও সুর- তাপস দাস ও গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- লক্ষীছাড়া

*গানটি ক্যাসেটে "পড়াশোনার জলাঞ্জলি" নামে সঙ্কলিত ছিল।


কথা

পড়াশোনায় জলাঞ্জলি ভেবে মূর্খ বলছ কি?
তোমরা বলছ আমাদের জীবনের চার আনাই ফাঁকি।

হে, ষোল আনা থেকে যদি চার আনা যায়
হিসেব দাঁড়ায় এসে বারো আনায়,
কিন্ত বারো আনাতে আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি।

মানিনা মানবোনা, করছো ছি ছি ছি
তোমরা বলছো অবাধ্য জীবনের আট আনাই ফাঁকি।

হে ষোল আনা থেকে যদি আট আনা যায়
হিসেব দাঁড়ায় এসে সেই আট আনায়,
কিন্ত আট আনাতে আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি।

আমাদের পরকাল ঝরঝরে ভেবে দুঃখ করছ কি?
তোমরা বলছ এলোমেলো জীবনের বারো আনাই ফাঁকি।

হে ষোল আনা থেকে যদি বারো আনা যায়
হিসেব দাঁড়ায় এসে মোটে চার আনায়,
কিন্ত চার আনাতে আমরা খুশি
আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি !

ভালো, ভালোবাসা তোমরা জানো কি?
ভালোবাসতে না জানলে জীবনের ষোল আনাই ফাঁকি !

হে ষোল আনা থেকে যদি ষোল আনা যায়
হিসেবটা কষে দেখো দাড়াও কোথায় !
শুধু শূন্য, শূন্য, শূন্য রাশিরাশি !
তোমাদের কথা ভেবে আমরা হাসি...



টুকরো কথা

[১] গানটি আসলে গৌতম চট্টোপাধ্যায় পরিচালিত একটি সিনেমার জন্য লেখা হয়, যা কোনওদিনও তৈরি হয় নি।

[২] এ গান সম্পর্কে ক্যাসেটের সাথে দেওয়া বুকলেটে বলা হয়েছে: " 'লক্ষীছাড়া' এই পাঁচজন- সাম্য গোস্বামী, পরমব্রত চট্টোপাধ্যায়, অভিষেক আচার্য-চৌধুরী, অংশুমান সরকার আর গৌরব চট্টোপাধ্যায়- বয়স যাদের বারো থেকে সতেরোয়... ওরা নিশ্চিত জানে, কাক-বক পাখিকূল ফের উড়ে যাবে এই গানে।" পরমব্রত চট্টোপাধ্যায় হলেন এখনকার অভিনেতা পরমব্রত আর গৌরব চট্টোপাধ্যায় ওরফে গাবু, বর্তমানে লক্ষীছাড়ার ড্রামার ও গৌতমের পুত্র।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন