আমি ডান দিকে রইনা (গান)

গান- আমি ডান দিকে রইনা
কথা ও সুর- সুরজিৎ চট্টোপাধ্যায়


রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- সুরজিৎ চট্টোপাধ্যায়


কথা

আমি ডান দিকে রইনা,
আমি বাম দিকে রইনা
আমি দুই দিকেতেই রই
পরাণ জলাঞ্জলি দিয়া রে।
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি, আঁকিবুঁকি করি...

আমি কেমনি মানুষ হই?
আমার মহান হবার সাধই জাগে মহান হতে পারিনে
আমি যে সাধ আহ্লাদ ছাড়িনে!
মহা চিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কী পড়ে রবে?
বন্ধুরে...


আমি আগার দিকে যাইনা,
আমি গোড়ার দিকে যাইনা
আমি দুই দিকেতেই রই
কিছু থুইয়া, কিছু খুইয়া রে
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি, আঁকিবুঁকি করি...

আমি কেমনে মানুষ হই?
আমার দীর্ঘশ্বাস বাতাসে মিশে
ছেড়ে যায় আমারে, না জানি কীসের অভিমানে!
মহা চিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কী পড়ে রবে?
বন্ধুরে...

আমি উপর দিকে যাইনা,
আমি নিচের যাইনা
আমি মাঝপথে ঘুরি
কিছু দিয়া কিছু নিয়া রে!
না আমি বড় রাস্তায় দাঁড়ায়ে কবিতা করি, আঁকিবুঁকি করি...

আমি ডান দিকে রইনা,
আমি বাম দিকে রইনা
আমি দুই দিকেতেই রই
পরাণ জলাঞ্জলি দিয়া রে।

টুকরো কথা

"খুবই ধীর স্থির যুবক, গাড়ির স্পেয়ার পার্টস-এর ব্যবসা করে। হাইট, ছ ফুটের এদিক ওদিক, চেহারায় সাহেবি কেতা, গলাটা কিন্তু মিঠে দেশোয়ালী। সবসময়েই যেন পাশে খঞ্জনি বাজে।" সুরজিৎ সম্পর্কে এরকমই বলেছিলেন গৌতম আবার বছর কুড়ি পরে ক্যাসেটের সাথে দেওয়া বুকলেটে। এই সুরজিৎ চট্টো-ই পরে সৌমিত্রর সাথে ভূমি-র প্রতিষ্ঠা করেন।

1 টি মন্তব্য:

  1. আমি কেমনে মানুষ হই?
    আমার মহান হবার সাধই জাগে
    মহান হতে পারিনে
    আমি যে সাধ আহ্লাদ ছাড়িনে!
    মহা চিন্তায় আছি বন্ধুরে, আমি চলে গেলে কী পড়ে রবে?
    বন্ধুরে
    মহা চিন্তায় আছি বন্ধুরে
    আমি চলে গেলে কী পড়ে রবে?

    উত্তরমুছুন