কথা দিয়া বন্ধু (গান)

গান- কথা দিয়া বন্ধু
কথা ও সুর - গৌতম চট্টোপাধ্যায়


রেকর্ডিং


প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- অনুপ বিশ্বাস ও বাদল সরকার


কথা

কথা দিয়া বন্ধু ফিরা না আইলা
এ কেমন কথা, হায় কি দশা!

কানে বাজে তোমার কথা
বুকে বাজে তাই ব্যথা,
কানের কথা বুকের ব্যথা হইয়া
আমার প্রাণে জাগায় যে হতাশা।
হায়! হায়! সব হারাইয়া কান্দি তো
আশার ছলনায় ভুইল্যা গিয়া
আজি পথে বসিলাম গো-

কবে তুমি ফিরা আসিবা বন্ধু
রইলাম তার আশায়, হায় দুরাশা।

ভাইবা হইলাম আকুল
আর শুকায় যে মালার ফুল
সঙ্গে শুকাইলো মোর প্রাণটা আর মনটা
করি সব কাজে বিষম ভুল
হায়! হায়! সব হারাইয়া কান্দি তো
আশার ছলনায় ভুইল্যা গিয়া
আজি পথে বসিলাম গো-

কবে তুমি ফিরা আসিবা বন্ধু
রইলাম তার আশায়, হায় দুরাশা।


টুকরো কথা

নিছক প্রেমের গান নয় এ। এ গান হতাশার গান। গানের 'বন্ধু' হল বিপ্লব। মনে রাখতে হবে নকশালবাড়ি আন্দোলনের সময় গৌতম নিজে প্রায় দেড় বছর জেলে ছিলেন, তাঁর অতিবাম রাজনীতির কারণে। আন্দোলনের গতিপ্রকৃতি নিয়ে জেলে থাকাকালীনই তাঁর মোহভঙ্গ ঘটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন