আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি (গান)

গান- আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
কথা ও সুর- দিব্য মুখোপাধ্যায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- দিব্য মুখোপাধ্যায়


কথা

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি,
তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি
তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি।

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি...

চিলেকোঠায় বসা বাদামি বেড়াল
বোনে শূণ্যে মায়াজাল
ছাইরঙা পেঁচা সেই চোখ টিপে বসে আছে
কত না বছরকাল।
কালো দরজা খুলে বাইরে তুমি এলে
বাগানের গাছে হাসি ছড়াবে বুনো ফুলে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ
শূণ্যে দেয় পাড়ি।

বাঁকানো সিঁড়ির পথে সেখানে নেমে আসে
চাঁদের আলো,
কাউকে চেনো না তুমি তোমাকে চেনে না কেউ
সেই তো ভালো।
সেথা একলা তুমি গান গেয়ে ঘুরে ফিরে
তোমার এলোচুল ঐ বাতাসে শুধু ওড়ে
সেই বাড়ির নেই ঠিকানা
শুধু অজানা লাল সুরকির পথ
শূণ্যে দেয় পাড়ি।

আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি
দেখা যায় তোমাদের বাড়ি...

টুকরো কথা

"মনের ডাক্তার, মানে সাইকিয়াট্রিস্ট। বহুদিন আগে লিখেছিল এই গান...তখনকার মত গলাটা এখনও একটু পাগলাটে...স্বর এবং সুর দুয়েতেই। যখন গায় "চিলেকোঠায় বসা বাদামী বেড়াল..." স্পষ্ট দেখা যায় সেই বাদামী বেড়ালটাকে। কাছেই একটা পাগল গান গাইছে।" আবার বছর কুড়ি পরে অ্যালবামে দিব্যগোপাল মুখোপাধ্যায় সম্পর্কে এমনটাই লিখেছিলেন গৌতম। এই গান সম্পর্কে গড়ের মাঠের জয়জিৎ লাহিড়ী একবার লিখেছিলেন, "আন্তর্জাতিক মানের জাদু বাস্তবতার স্বাদু আঘ্রাণ"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন