পৃথিবীটা নাকি ছোট হতে হতে (গান)

গান- পৃথিবীটা নাকি ছোট হতে হতে
কথা ও সুর- গৌতম চট্টোপাধ্যায়, পল্লব রায়

রেকর্ডিং

প্রথম প্রকাশ- ১৯৯৫
অ্যালবাম- আবার বছর কুড়ি পরে
শিল্পী- ক্রস উইন্ডস

কথা

পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেব্‌লের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
আ হা হা হা আ হা

ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি
আ হা হা হা আ হা

ভেবে দেখেছো কি,
তারারাও যত আলোকবর্ষ দূরে
তারও দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে।


সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
আ হা হা হা আ হা

পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলেতে একা
তোমার আমার ফারাকের নয়া ফন্দি
আ হা হা হা আ হা

ভেবে দেখেছ কি...

স্বপ্ন বেচার চোরা কারবার
জায়গা তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু ভঙ্গি
আ হা হা হা আ হা

তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোনও রাস্তায়
হয়ত পেলেও পেতে পারি আরো সঙ্গী
আ হা হা হা আ হা

ভেবে দেখেছ কি...

টুকরো কথা

[১] অরুণেন্দু দাস এই গান প্রথম শোনার বর্ণনা করেছেন এভাবে: "তখন ইয়াং জেনারেশন কিছু কিচু শুনেছে গৌতমের গান। সেদিনই গৌতম বলল 'একটা নতুন গান শোনাচ্ছি। গিটারটা তো বাজানো হয় না আর, তবুও চেষ্টা করছি।' গানটা আমায় নাড়িয়ে দিল। আরেকবার যখন শুনতে চাইলাম, ও বলল 'তাহলে তোমরাও আমার সঙ্গে যোগ দাও।' মিঞ্জিরি (ঋতুপর্ণা দাস) আর পরমা (বন্দ্যোপাধ্যায়) কে দিয়ে 'আহা'টা করিয়ে ও গানটা দ্বিতীয়বার শোনাল।"

[২] এ কথা এখন সবাই জানে, তাও ফর দা রেকর্ড, হিন্দি ছবি Gangster এর " ভিগি ভিগি" গানটা এই গানের সুরেই তৈরি করেছেন প্রীতম। জেমসের গাওয়া এই গানের জনপ্রিয়তা গৌতম চট্টো তথা মহীনের ঘোড়াগুলিকেই জাতীয় স্তরে প্রতিষ্ঠা করেছে আরও একবার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন