ময়মনসিংহ গীতিকা (গান)

গান- ময়মনসিংহ গীতিকা
কথা- প্রচলিত
সুর- গৌতম চট্টোপাধ্যায়

রেকর্ড 

প্রথম প্রকাশ- ১৯৯৬
অ্যালবাম- ঝরা সময়ের গান
শিল্পী- অনুপ বিশ্বাস, বাদল সরকার


কথা

নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো বাইঙ্গন,
সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কাইন্দন গো, জুড়িল কাইন্দন।

কাইন্দোনা কাইন্দোনা কইন্যা না কান্দিও আর,
সেই বাইঙ্গন বেইচ্যা দিয়াম তোমার গলার হার গো, তোমার গলার হার।

নয়াবাড়ি লইয়ারে বাইদ্যা লাগাইলো কচু,
সেই কচু বেইচ্যা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু।

নয়াবাড়ি লইয়ারে
বাইদ্যা লাগাইলো কলা,
সেই কলা বেইচ্যা দিয়াম তোমার গলার মালা গো, তোমার গলার মালা।

নয়াবাড়ি লইয়ারে
বাইদ্যা লাগাইলো চৌকারি,
চৌদিকে মালঞ্চের বেড়া আয়না সারি সারি গো, আয়না সারি সারি।

হাঁস মারলাম কৈতর মারলাম মাইচ্ছা মারলাম টিয়া, 

ভালো কইর‍্যা রাইন্ধ বাইঙ্গন কালা জিরা দিয়া গো, কালা জিরা দিয়া।

1 টি মন্তব্য: